ইলমিসফট

জামিয়া ইসলামিয়া পটিয়ার ভর্তি ফরম অনলাইন

আলহামদুলিল্লাহ! জামিয়া পটিয়ার তালিমাত পরিচালনা মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার  elmisoft এর কারিগরি সহযোগিতায় এ বছর থেকে জামিয়া পটিয়ার অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

আপনি যেভাবে ভর্তি হবেন :

ভর্তি ফরম

ধাপ-১

প্রথমে আপনার জন্ম-নিবন্ধন নম্বর অথবা ভোটার আইডি কার্ডের নম্বর দিন। পুরাতন ছাত্র হলে বিগত বছরের তথ্য থেকে অটোমেটিক সব খালি ঘর পূর্ণ হয়ে যাবে। তবে, চাইলে সেগুলো সংশোধন করা যাবে।

নতুন ছাত্র হলে, সব খালি ঘর সতর্কতার সাথে পূর্ণ করুন এবং আপনার বর্তমান ফরম নম্বর ও পূর্বের মাদ্রাসার নাম উল্লেখ করুন।

ধাপ-২

আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি উপরের দেওয়া ছবির বক্সে আপলোড করুন। এরপর ডকুমেন্ট আপলোড করুন বাটনে ক্লিক করে আপনার জন্ম-নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি ছবি আপলোড করুন। প্রথমে উপরের ঘর থেকে তথ্যের ধরন নির্ধারন করতে হবে এরপর এখানে আপনার ফাইল আপলোড করুন বাটনে ক্লিক করে আপলোড করতে হবে। জন্ম-নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড যেকোন একটি দিতে হবে । যদি আপনি নতুন ছাত্র হয়ে থাকেন, তাহলে পূর্বের মাদ্রাসার সত্যায়িত একটি ছাড়পত্র বা সনদ যোগ করতে হবে। জামিয়া পটিয়ার অনলাইন ভর্তি হবে।

ধাপ-৩

যথাযথভাবে সবগুলো খালি ঘর পূরণ করুন। আপনার তথ্যগুলো জামিয়ার বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে একটি সফল হওয়ার পেজে নিয়ে যাওয়া হবে। আপনি আপনার ভর্তি ফরমটি প্রিন্ট করে জামিয়ায় দেওয়ার মাধ্যমে আপনার ভর্তি পরিপূর্ন করতে পারবেন। একই ব্যক্তির ভর্তি আবেদন কেবল একবারই করা যাবে। দ্বিতীয় বারসফটওয়্যার তা গ্রহণ করবে না। যদি জামিয়া পটিয়ার অনলাইন ভর্তি ফরমে একা্ন্ত কোনো ভুল হয়ে থাকে, তবে আপনি তালিমাতে গিয়ে নির্ধারিত ফি দিয়ে সংশোধন করতে পারবেন।

ধাপ-৪

আপনার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর, আপনার আবেদন অবস্থান সম্পর্কে আপনার জন্ম-নিবন্ধন নম্বর অথবা ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে জানতে পারবেন। যদি অনুমোদন দেখায়, তাহলে আপনার আবেদন তালিমাত কর্তৃক গ্রহণ করা হয়েছে। আর যদি অপেক্ষমান দেখায়, তাহলে আপনার আবেদন এখনো যাচাই করা হচ্ছে এবং শীঘ্রই তা গ্রহণ করা হবে। আর যদি বাতিল দেখায়, তাহলে কোনো কারণে আপনার আবেদনটি গ্রহণ করা হয়নি। এমন হলে, দয়া করে তালিমাতে গিয়ে তা সংশোধন করুন।

যদি কোন ছাত্র বহিষ্কৃত হয়, তাহলে সে কখনো জামিয়ার অনলাইনে আবেদন সফটওয়্যার এর মাধ্যমে গ্রহণ করা হবে না। তবে, তালিমাতের সিদ্ধান্তক্রমে তা পুনরায় চালু করা যেতে পারে।

ভর্তি ফি: এবং এককালীন খোরকী নিম্নরূপ:

  • ভর্তি ফরম – ১০০ টাকা
  • ভর্তি ফি:- ১৯০০ টাকা
  • আত্-তাওহীদ – ২০০ টাকা
  • জেনারেটর ফি: ৫০০ টাকা
  • দারুল ইক্বামাহ ১০০ টাকা
  • লাইব্রেরী ১০০ টাকা
  • মতবখ- ১০০ টাকা
  • নওমুসলিম বাবদ চাঁদা :- ১০ টাকা
  • ইত্তেহাদ বাবদ চাঁদা– ১০ টাকা
  • সর্বমোট = ৩০২০ টাকা
  • ইয়েজ দাহুম, নূরানী, নাজেরা ও মকতব: ভর্তি ফি : ১২০০ টাকা

  • ভর্তি ফি:- ১৯০০ টাকা
  • আত্-তাওহীদ – ২০০ টাকা
  • জেনারেটর ফি: ৫০০ টাকা
  • দারুল ইক্বামাহ ১০০ টাকা
  • লাইব্রেরী ১০০ টাকা
  • মতবখ- ১০০ টাকা
  • নওমুসলিম বাবদ চাঁদা :- ১০ টাকা
  • ইত্তেহাদ বাবদ চাঁদা– ১০ টাকা
  • সর্বমোট = ৩০২০ টাকা
  • ইয়েজ দাহুম, নূরানী, নাজেরা ও মকতব: ভর্তি ফি : ১২০০ টাকা

খোরাকীর বর্নণা

  • মমতাজ : ৫০০ টাকা
  • জায়্যিদ জিদ্দান : ১৫০০ টাকা
  • জায়্যিদ : ২৫০০ টাকা
  • মকবুল : ৩০০০ টাকা

স্থর বিন্যাস

  • ৮০-১০০ : মমতাজ
  • ৬০-৭৯ : জায়্যিদ জিদ্দান
  • ৪৫-৫৯ : জায়্যিদ
  • ৩৩-৪৪ : মকবুল

শিক্ষকদের সন্তান ~ ইমদাদী, এতিম, নাবালেক ও মিসকিন ছাত্র দরখাস্ত ও সুপারিশের মাধ্যমে সহায়তা পাবে। (৬) মুতাফারাকা, দাহুম, ইয়েজ দাহুম, হিফজ খানা, নূরানী ও নাজেরা খানার মাসিক খোরাকী ১২০০ টাকা। (৭) খাস অর্থাৎ বিশেষ খানার খোরাকী ২০০০ টাকা।

elmisoft ইলমিসফটের সাথে যোগাযোগ করুন